আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ২ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

বকশীগঞ্জে জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ ৪ জন গ্রেফতার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২২  

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কাশেম সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ১১:৩০ ঘটিকার সময় জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

 

গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ডেরুরবিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কামালেন বার্ত্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাত ১১টার সাধুরপাড়া ইউনিয়নের ডেরুরবিল এলাকা বকুলের দোকানে পাশে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। 

 

গ্রেফতারকৃতরা হলেন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম (৪০), সাধুরপাড়া ইউনিয়নের ডেরুরবিল এলাকার মুনু মিয়া (৪০), ডেরুরবিল এলাকার শেক ফরিদ (৩০) ও গাজীর পাড়া গ্রামের বিল্লাল গাজী (৫০)।

 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ৪ জুয়াড়ি ও দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে বুধবার সকালে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল