• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বাষ্প জেনারেটর স্থাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১  

ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন বাংলাদেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে সবগুলো বাষ্প জেনারেটর স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে চারটি স্টিম জেনারেটর স্থাপন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।

এটমোস্ত্রয় এক্সপোর্ট (এএসই) ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি জানান, বাষ্প জেনারেটর স্থাপনের মধ্য দিয়ে প্রথম ইউনিটে ইন্সটলেশন কাজের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সম্পন্ন হলো। এখন প্রাইমারি সার্কিট ইকুইপমেন্ট যেমন রিয়্যাক্টর, বাষ্প জেনারেটর এবং মূল সার্কুলেশন পাম্পের মধ্যে যোগাযোগ স্থাপনকারী মূল সার্কুলেশন পাইপ লাইনের ওয়েল্ডিংয়ের কাজ শুরু হবে।

প্রতিটি বাষ্প জেনারেটরের ওজন ৩৫০ টন। রিয়্যাক্টর প্ল্যান্ট সার্কুলেশন সার্কিটে বাষ্প জেনারেটর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রিয়্যাক্টর কোরে সৃষ্ট তাপ সেকেন্ডারি সার্কিটে ট্রান্সফারের জন্য এই বাষ্প জেনারেটর মূল ভূমিকা পালন করে। সেকেন্ডারি সার্কিটে বাষ্পের সাহায্যে টার্বাইন ঘোরে এবং এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল