• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

স্টিকার দেখলেই গাড়ি-মোটরসাইকেল আটকাচ্ছে পুলিশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ মে ২০২৪  

যানবাহনে ভুয়া স্টিকার লাগিয়ে কেউ যেন রাস্তায় বাড়তি সুবিধা না নিতে পারে এবং অপরাধীরা ছদ্মবেশ ধারণ না করতে পারে সেজন্য স্টিকার লাগানো যানবাহনের বিষয়ে অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। জানা গেছে, রাস্তায় বাড়তি সুবিধা ও অপরাধ দূর করার লক্ষ্যে সম্প্রতি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ট্রাফিক বিভাগকে এ নির্দেশ দেন। নির্দেশনার পর ডিএমপির সব বিভাগ একযোগে স্টিকার চেক করার বিষয়ে অভিযানে নামে। শনিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি অনেকে ভুয়া পরিচয় গাড়িতে লাগিয়ে রাস্তায় বাড়তি সুবিধা নিতে চায়। আবার অপরাধীরা পুলিশ কিংবা সাংবাদিকসহ অন্যান্য দফতর বা প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে নিজের পরিচয় লুকিয়ে অপরাধ করে। ট্রাফিক পুলিশ চেক করে দেখছে গাড়িতে লাগানো স্টিকারের সঙ্গে গাড়ির চালক কিংবা যাত্রীর পরিচয় মিল রয়েছে কি না। তিনি আরো বলেন, ইদানিং দেখা যাচ্ছে যেই পেশার সঙ্গে সংশ্লিষ্ট না সেই পেশার স্টিকার লাগিয়ে অনেকে বিভিন্ন অবৈধ জিনিসপত্র বহন করছেন এবং পুলিশ পোস্টে বাড়তি সুবিধা নেয়ার চেষ্টা করছে। তাদের প্রতিহত করার জন্য স্টিকার চেক করা হচ্ছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল