• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে টাকার অভাবে চিকিৎসা বন্ধ, প্রধানমন্ত্রী’র দৃষ্টি আকর্ষন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০  

টাঙ্গাইলের সখীপুরের টাকার অভাবে সুকুমার কোচ জয় (২৫) নামের এক ফুটবল খেলোয়াড়ের চিকিৎসা বন্ধ রয়েছে। সে মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে দূর্বলতায় ভূগছে। সূস্থ্য হয়ে খেলাধুলায় ফিরে আসতে সু-চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী’র সহযোগীতা কামনা করছে জয়। 

 

 উন্নত চিকিৎসা দিতে পারলে জয় স্বাভাবিক জীবনে ফিরে মাঠে খেলাধুলা করতে পারবে বলে চিকিৎসকের ধারণা। ছেলেকে বাঁচাতে সকলের কাছে সাহায্য প্রার্থণা করছে ওর পরিবার।

 

 তার দরিদ্র পিতা জিতেন্দ্র কোচ বলেন, ‘যে টুকু সহায় সম্বল ছিলো তা বিক্রি করে ছেলের চিকিৎসা করেছি। এখন আমি নিঃস্ব। ছেলের চিকিৎসা করানোর টাকা পয়সা নাই। ডাক্তার বলেছে ওর চিকিস্যা করতে ২ থেকে ৩ লাখ টাকা ব্যায় হতে পারে। ছেলেকে বাঁচতে সবার কাছে সাহায্য চাই।’

 

সুকুমার কোচ জয় বলে, ‘আমি বাঁচতে চাই। আমি আবার মাঠে খেলাধুলা করতে চাই। আমার সু-চিকিৎসার জন্য বাংলাদেশ সরকারের মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতা কামনা করছি।’

 

সুকুমার কোচ জয় ফুটবল খেলে সখীপুরের বিভিন্ন এলাকায় বেশ সুনাম অর্জন করেছে। সে ধোপারচালা ফুটবল একাদশ, বহেরাতৈল গণ উচ্চ বিদ্যালয়, বাঘেরবাড়ী কাকড়াজান উচ্চ বিদ্যালয়, সুর্যতরুন স্কুল এন্ড কলেজ এবং আরিয়ান স্পোর্টিং ক্লাবের হয়ে অনেক ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছে। সহযোগিতা করার জন্য যোগাযোগ- জয়ের বাবার নম্বার -01746471573

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল