• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে জাতীয় কবির ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০  

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে টাঙ্গাইলের সখীপুরে এক আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠান হয়েছে।


 
অনুষ্ঠানে উপস্থিত কবি ও লেখকগণ এসময় কবির জীবন ও কর্মের ওপর আলোচনা করেন। পরে জাতীয় কবিকে নিয়ে স্বরচিত ও কবির লেখা কয়েকটি কবিতা আবৃত্তি করা করা হয়। সেই সাথে কবির রুহের মাগফেরাত কামনা করা হয়।


 
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। অনেক গুণে গুনান্বিত ছিলেন আমাদের কবি নজরুল। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সংগীত জগতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।


 
কবি ও গীতিকার শাহ আলম সানির সভাপতিত্বে এসময় এশিয়ান টিভির সখীপুর প্রতিনিধি সাইফুল ইসলাম শাফলু, সখীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, নিউজ টাঙ্গাইলের প্রকাশক সজল আহমেদ, গীতিকবি সাইফুল ইসলাম বারী, কবি শাহাদত হোসেন, কবি আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম দুখু মিয়া। বাবার নাম কাজী ফকির আহমেদ ও মায়ের নাম জাহেদা খাতুন। বিদ্রোহী কবির খেতাব পাওয়া নজরুল ৭৭ বছর বয়সে বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল