• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রৌমারীতে নকল কীটনাশকে সয়লাভ বাজার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ মার্চ ২০২১  

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নকল কীটনাশকে সয়লাভ রৌমারী ও রাজিবপুরের সকল বাজার। নকল কীটনাশক কিনে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক। নষ্ট হচ্ছে বোরো ধানসহ বিভিন্ন ফসল।

 

অভিযোগ রয়েছে গত কিছু দিন থেকে রৌমারী ও রাজিবপুর উপজেলায় আসল সিনজেনটা কোম্পানীর কীটনাশক সরবরাহ না থাকায় অসাদু ব্যবসায়ী দেশের বিভিন্ন এলাকা থেকে নকল সিনজেনটা ক্রয় করে বাজারের বিভিন্ন কীটনাশক ব্যবসায়ীদের কাছে কম দামে বিক্রি করা হচ্ছে। 

 

স্থানীয় ব্যবসায়ীরা নকল সিনজেনটা কোম্পানীর কীটনাশক কৃষকদের কাছে দেদারছে বিক্রয় করছেন। এই কীটনাশক জমিতে প্রয়োগ করা হলে নষ্ট হচ্ছে বোরোধানসহ বিভিন্ন ফসল। বিপাকে পড়ছেন কৃষকরা।  

 

 এবিষয় যাদুরচর ডিগ্রী কলেজের অধ্যাপক ও কৃষি কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, আমি ষ্টকিষ্ট হিসাবে ১১ বছর ধরে কীটনাশক সর্বরাহের দায়িত্ব পালন করে আসছি। বেশ কিছু দিন থেকে বাজারে সিনজেনটা কোম্পানীর কীটনাশক পাওয়া যাচ্ছে না। 

 

এই সুযোগে নকল সিনজেনটা কোম্পানীর কীটনাশক কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে। এতে এলাকার অনেক কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ডাটিয়ারচর, সানন্দবাড়ী বাজারে নকল থিয়োভিট ও গ্রোজিন উদ্ধার করে এলাকার কিছু সচেতন ব্যক্তি। 

 

অপর দিকে রৌমারী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে নকল ভিরতাকোসহ এক যুবককে আটক করে উপজেলা নির্বাহী অফিসার। পরে নকল কীটনাশক সরবরাহের অপরাধে একজনকে ৩ মাসের জেল ও আরেক জনকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো,শাহরিয়ার হোসেন বলেন, নকল কীটনাশক সর্বরাহের বিষয়টি সবাইকে সচেতন থাকতে হবে এবং  প্রয়োজন ছাড়া ফসলী জমিতে কীটনাশক ব্যবহার না করাই ভালো।

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল