• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রিকসা চালকের কন্যা লিপির নেতৃত্বে ঢাকায় যাচ্ছে ১৫ ক্রিকেটার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামীলীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন মহাসড়কেও অবস্থান করেছে দেশের ক্রীড়াঙ্গণ। বিশ্ব দরবারে দেশের ক্রীড়াঙ্গণ পৌছে দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণসহ নতুন নতুন খেলোয়ার সৃষ্টির লক্ষে নারী ও পুরুষ ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে। 

 

এরই সাফল্য এসেছে টাঙ্গাইলে। এর ফল স্বরূপ জেলায় এখন নতুন নতুন নারী ও পুরুষ খেলোয়ার তৈরি হওয়াসহ দেশ বিদেশের নানা প্রতিযোগিতায় অংশও নিচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে টাঙ্গাইলের ১৫ জন প্রমিলা ক্রিকেটার ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগে খেলবে। 

সরকারের ক্রীড়াঙ্গণের উন্নয়ন উদ্যোগের ফল স্বরূপ টাঙ্গাইল পৌর এলাকার আদি টাঙ্গাইলের রিকসা চালক হালিম মিয়ার মেয়ে লিপি আক্তার এর নেতৃত্বে ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেটলীগে অংশ গ্রহণ করবে টাঙ্গাইলের ১৫ জন প্রমিলা ক্রিকেটার। 

 

লিপির অধিনায়কত্বে ঢাকা ইষ্ট এন্ড ক্লাবের হয়ে খেলতে যাচ্ছে দলটি। এ বছর ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেটলীগের দল ইষ্ট এন্ড ক্লাবের সাথে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেও দলটির। এ নিয়ে টাঙ্গাইলে ক্রিকেট বোদ্ধাদের প্রত্যাশা এবার তারা ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটলীগকে মাতিয়ে তুলবে টাঙ্গাইলের ১৫ জন প্রমিলা ক্রিকেটাররা। 

 

টাঙ্গাইলে প্রমিলা ক্রিকেটাররা দ্রুতই উঠে আসছে। এক দিকে যখন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ার মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরে এশিয়া মহিলা কাপে চ্যাম্পিয়ান হয়েছে। তখন টাঙ্গাইলে মেয়েরাও ক্রিকেটে এগিয়ে আসছে, বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করার জন্য। 

 

এ মৌসুমে দলটির প্রথম টার্গেট ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগের শিরোপা জয় বলেও দাবি তাদের। এ বোদ্ধাদের অভিমত, টাঙ্গাইল ১৫ প্রমিলা ক্রিকেটারদের অধিনায়ক লিপির ক্রিকেটার হতে অনুপ্রেরণা জুগিয়ে আসছেন তার রিক্সা চালক বাবা হালিম মিয়া। 

 

এছাড়াও প্রশিক্ষিত করতে সহযোগিতা চালিয়ে আসছেন টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান। শুরুর দিকে প্রমিলা ক্রিকেটে অভিভাবকদের অনীহা থাকলেও এখন তাদের ক্রিকেট খেলার স্বামর্থ দেখে তারাই এখন ওদের অনুপ্রেরণা দিচ্ছেন। এর ফলে বর্তমানে টাঙ্গাইলে বিভিন্ন ক্রিকেট একাডেমিতে ৭৭ জন প্রমিলা ক্রিকেটার নিয়মিত অনুশীলন করছে। 

জানা যায়, আগামী ১৫ নভেম্বর ঢাকার বিভিন্ন মাঠে বসবে ঢাকা প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগের ২০১৮ সালের সেশন। ঢাকার ২০টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে। 

টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমানের নীবির প্রশিক্ষণে গড়ে উঠছে টাঙ্গাইলের এই ১৫ জন প্রমিলা ক্রিকেটার। ঢাকায় খেলবে ইষ্ট এন্ড ক্লাবের কোচ মনির হোসেনের অধীনে। 

এ প্রমিলা ক্রিকেটা দল ঢাকা ইষ্ট এন্ড ক্লাবের হয়ে যারা খেলবেন, মৌসুমী আক্তার, সাথী আক্তার, অন্তরা আক্তার, তামান্না ইসলাম, উন্নতি আক্তার, শিলা আক্তার, ইসরাত জাহান ইমু, আফরোজা আক্তার, মিম আক্তার, বৃষ্টি আক্তার, হ্যাপী, ইসরাত জাহান ভাবনা, আকাশী আক্তার, তমা আক্তার ও পায়েল রানী। 

এদের মধ্যে লিপি আক্তার, মৌসুমী আক্তার, সাথী আক্তার, অন্তরা আক্তার, তামান্না ইসলাম, উন্নতি আক্তার ও শিলা আক্তার গত মৌসুমে বিভিন্ন দলের হয়ে ঢাকার প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লীগে খেলেছে। 

এ প্রসঙ্গে বিসিবি নিয়োগপ্রাপ্ত টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান জানান,“টাঙ্গাইলে বেশ ক’জন প্রতিভা সম্পন্ন প্রমিলা ক্রিকেটার রয়েছে। তারা ছেলেদের মতো নিয়মিত মাঠে অনুশীলন করে। তাদের মধ্যে লিপি খুবই প্রতিভা সম্পন্ন ক্রিকেটার। এ প্রতিভা আর যোগ্যতায় গত মৌসুমে ঢাকা লীগে খেলেছে লিপি। এবার ও খেলতে যাচ্ছে। আমি আশাবাদী ও খুব দ্রুত নিজেকে মহিলা ক্রিকেট অঙ্গনে মেলে ধরতে পারবে লিপি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল