• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রাণীনগরে ধান মাড়াই মেশিন উল্টে শ্রমিক নিহত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ মে ২০২৪  

নওগাঁর রাণীনগরে ধান মাড়াই মেশিন উল্টে গিয়ে মেশিনের মালিক এনামুল প্রামানিক (২৬) নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার বেতগাড়ি-বান্দাইখাড়া সড়কের মিরাট ইউনিয়নের তিন নম্বর সুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এনামুল প্রামানিক উপজেলার ধনোপাড়া-মেরিয়া উত্তরপাড়া গ্রামের মকবুল প্রামানিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল একজন ধান মাড়াই শ্রমিক ছিলেন। রোববার দুপুর ১২টার দিকে এনামুল নিজের ধান মাড়াই মেশিন চালিয়ে মেরিয়া গ্রাম থেকে ধান মাড়াইয়ের উদ্দেশ্যে মেইন সড়ক দিয়ে পার্শ্ববর্তী সুইসগেট এলাকায় যাচ্ছিলেন। এমতাবস্থায় তিন নম্বর সুইসগেট এলাকায় পৌঁছালে ধান মাড়াই মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে এনামুল মেশিনের নিচে চাপা পড়েন। এ সময় এনামুলের মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে ধান মাড়াই শ্রমিক এনামুলের মৃত্যুর খবরটি শুনেছি। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেননি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল