• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভার্চুয়াল আদালতের প্রথম দিনে টাঙ্গাইলে ৫৬ মামলায় জামিন মঞ্জুর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ মে ২০২০  

গতকাল বুধবার থেকে টাঙ্গাইলে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন বুধবার (২৭ মে) জেলা ও দায়রা জজ আদালত থেকে ২১টি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৩৫টি মামলার আসামিরা জামিন পেয়েছেন।

 

টাঙ্গাইলের সরকারি কৌসুলি (পিপি) এস আকবর খান জানান, জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরীর ভার্চুয়াল আদালতে ২৫টি মামলার জামিন আবেদন করেন আইনজীবীরা। এর মধ্যে ২১টি মামলার আসামীরা জামিন লাভ করেছেন। তিনটি মামলায় জামিন আবেদন খারিজ করা হয়েছে এবং একটি মামলা আদেশের জন্য রাখা হয়েছে।

 

অপরদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল কবির এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপম কুমার দাস ও আকরাম হোসেনের আদালতে ৭০টি মামলার শুনানি হয়। ভার্চুয়াল এই তিন আদালত থেকে ৩৫টি মামলার আসামিরা জামিন লাভ করেন।

 

পিপি এস আকবর খান জানান, দীর্ঘ দুই মাস পর ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালিত হল। বৃহস্পতিবারও ভার্চুয়াল আদালতের কার্যক্রম চলবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল