• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাড়ি বাড়ি গিয়ে করোনা সম্পর্কে সতর্ক করছে ভূঞাপুর পুলিশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে বিশ্বের বিভিন্ন দেশে থাকা অনেক প্রবাসী দেশে ফিরেছেন। তাদের বেশিরভাগই সরকার ঘোষিত ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হোম কোয়ারেন্টাইনের সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে বাধ্য করতে এবার মাঠে নেমেছে পুলিশ। ভূঞাপুর থানা পুলিশের সদস্যরা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সতর্ক করছেন এবং হোম কোয়ারেন্টাইনে অবস্থান করতে বাধ্য করছেন। উপরের ছবিটি আজ ভূঞাপুর পৌর এলাকা থেকে তোলা। ছবিতে মাইক হাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন ডুবাই ফেরত প্রবাসীর সাথে কথা বলছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম শিখা২৪ কে জানান, চলতি মাসে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এলাকায় ফিরছেন। আমরা থানা থেকে বিভিন্ন তথ্যের মাধ্যমে দ্রুত সম্ভব ফোর্স পাঠিয়ে দিচ্ছি এবং নিজেও যাচ্ছি। তাদের অনেককেই হোম কোয়ারেন্টাইন বিধি মানতে বাধ্য করা হচ্ছে। তবে তাদের এই বিধি মেনে চলার উপকারিতা নিজে মাইক দিয়ে বলে বুঝিয়ে দিচ্ছি। আমরা নিয়মিত লিফলেট বিতরণ করছি। থানায় উন্মুক্ত হাত ধোয়ার বেসিনের ব্যবস্থা করেছি। আপনি বা আপনারা সচেতন হন এবং সাথে অন্যকে সচেতন করুন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল