• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাজারে ছড়িয়ে পড়েছে নামিদামি ব্রান্ডের নকল কফি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ মে ২০২৪  

রাজধানীর বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল কফি বিক্রি করায় ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতারের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, ভোক্তা অধিকার আইন অনুযায়ী কারওয়ান বাজারের ৩টি দোকানকে নকল কফি বিক্রির জন্য ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, আগামীতে রাজধানীর অন্যান্য বাজারেও অভিযান চালানো হবে। নকল কফি তৈরির আস্তানা খুঁজে বের করতে কাজ করছে ভোক্তা অধিকার। বিকাশ চন্দ্র দাস আরো বলেন, কফি কেনার আগে বিএসটিআইয়ের সিল দেখে নিতে হবে। ছড়িয়ে পড়া নকল কফি কেনা থেকে বিরত থাকতে বিভিন্ন পরামর্শও দেন তিনি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল