• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধনবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০  

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার নিজবর্ণিতে আজ রোববার (১৯ এপ্রিল) বিকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানায় বাড়ীর মালিক মিনা বেগম।

 

অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে বসতবাড়ী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ধনবাড়ী পৌর শহরের নিজবর্ণি এলাকার মরহুম লিয়াকত আলীর বসতবাড়ীতে বিকাল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তার বসতবাড়ীতে ঘরে থাকা নগদ টাকা, জমির দলিল, টেলিভিশন, ফ্রিজ, আলমারী ও আসবাবপত্রসহ বাসার সব পুড়ে ছাই হয়ে যায়।

 

বসতবাড়ীর মালিক মিনা বেগম জানান, এ অগ্নিকান্ডে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

 

ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্ট্রেশন অফিসার সোহেল আহমেদ জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইটি ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ধনবাড়ী পৌর সভার মেয়র মঞ্জুরুল ইসলাম তপন ও ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ীর মালিককে শান্তনা দিয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল