• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

“তথ্য প্রযুক্তিতে সুপার ন্যাশনে পরিণত হবে বাংলাদেশ”

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০  

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সন্তান সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে খুব শিগগিরই সুপার ন্যাশনে পরিণত হবে বাংলাদেশ।
শনিবার কুমিল্লা ক্লাবে তথ্য ও প্রযুক্তি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নতুন প্রজন্মের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জীবনে অনেক ঘাত-প্রতিঘাত আসবে কিন্তু থেমে থাকা যাবে না। নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে আধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞান আরোহণ করে জীবনে নব দিগন্তের সূচনা করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সময়কে কাজে লাগাতে হবে। 

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোতে শুধু রাজস্ব আদায় বৃদ্ধি করলেই হবে না, নাগরিক সেবার মানও বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, শহরে বসবাসরত মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করবেন, হোল্ডিং ট্যাক্স নিবেন আর নাগরিক সুবিধা দেবেন না; এটা হতে পারে না।

সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে রাজস্ব আয় বৃদ্ধি করে স্বনির্ভরশীল হওয়ার উপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, রাজস্ব আদায়ে কোনোরকম বৈষম্য করা যাবে না। কারো থেকে বেশি, কারো থেকে কম; এমনটা করা যাবে না।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল