• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে আইপিডিএস’র নেটওয়ার্ক বিল্ডিং সভা অনুর্ষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

টাঙ্গাইলের মধুপুরে ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) এর নেটওর্য়াক বিল্ডিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

শুত্রুবার সকালে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ হলরুমে আইপিডিএসের প্রোগ্রাম অগ্রানাইজার মিথুন জাম্বিলের স ালনায় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিএম এডিসির সভাপতি অজয় এমৃ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হেরিদ সাংমা, মমিন পুরচাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের ম্যানাজা রনির্জন সিমসাং, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জলছত্র কর্পোসখ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিউফি লোমিনা ¤্রং, সেড এর প্রতিনিধি প্রবীন চিসিম, সালোম প্রতিনিধি নিরন্তন করেক, অরণখোলা ইউপির প্যানেল চেয়ারম্যান প্রবীর নকরেক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানুষ এক সাথে চলতে হলে সবাইকে হাতে হাত ধরে চলতে হবে। ধর্ম যার যার উংসব সবার। সকল মানুষের জন্য সহনশীলতা অপরিহার্য। জীবন ও সমাজকে সাজাতে হলে সহনশীল তার বিকল্প নেই। সহনশীলতা থাকলে সমাজে, ধর্মে, কর্মে, চিন্তা চেতনায় শান্তি বিরাজ করে। তেমনিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন সৃষ্টির ক্ষেত্রেও সহনশীলতার প্রয়োজন রয়েছে। বক্তারা সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আদিবাসী অধিকার বন-ভূমি বিষয় নিয়েও বক্তারা আলোচনা করেন।

উক্ত মিটিংএ বিভিন্ন বেসরকারী সংগঠন, ছাত্র প্রতিনিধি ও জন প্রতিনিধি, শিক্ষক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল