• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০  

দীর্ঘ ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পরও পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে ১৯৭২ সালের ১০ জানুয়ারি সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে ফিরে আসেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন করা হয়।

সকালে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বিষয়ক রচনা প্রতিযোািগতা, দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম সহ বিভিন্ন প্রতিষ্ঠান।

উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। সম্মানিত অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম।

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার রহমান, কালিহাতী থানার অফিসার ইন-চার্জ হাসান আল মামুন, ভাইস চেয়ারম্যান আখতারুজজামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতীয়ভাবে একযোগে সারাদেশের মতো কালিহাতীতেও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল