• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চট্টগ্রামে ট্রাকভর্তি চোরাই বিটুমিনসহ আটক ২

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪  

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ মেট্রিক টন চোরাই বিটুমিনসহ দুজনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকার গোপাল চন্দ্র দে’র ছেলে সুমন চন্দ্র দে ও ভোলার সদর উপজেলার মেউদ্দা এলাকার সিরাজ ব্যাপারীর ছেলে মোহাম্মদ আবদুল্লাহ ওরফে আজিজ। র‍্যাব জানায়, সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকায় একটি গোডাউনে বেচাকেনার উদ্দেশ্যে চোরাই বিটুমিন মজুদের তথ্য ছিল র‍্যাবের কাছে। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যে একটি ট্রাকের ভেতর থেকে ১২ মেট্রিক টন চোরাই বিটুমিন এবং বিটুমিন পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিটুমিনের মূল্য আনুমানিক ১২ লাখ টাকা। র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, বিটুমিন বেচাকেনার বৈধ কোনো কাগজপত্র বা চালান দেখাতে পারেননি আটককৃতরা। দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চোরাই বিটুমিন কেনার পর গোডাউনে সংরক্ষণ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি এবং খুচরায় বিক্রি করে আসছেন বলে জিজ্ঞাসাবাদে জানান তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল