• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মানবপাচার মামলায় নারীসহ গ্রেফতার ৩

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ মে ২০২৪  

রাজধানীর পল্টন থানার মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। তারা হলেন- ইব্রাহীম মল্লিক নাহিদ, শারমিন হোসেন ওরফে লাবণী, আরিফুর রহমান ওরফে সাদী। সিআইডি জানায়, গ্রেফতারকৃতরা মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের প্রধান ইব্রাহীম। তিনি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। সংস্থাটি আরো জানায়, কিরগিজস্তানে ভালো বেতন-সুবিধাসহ চাকরির চাকরির কথা বলে ৩ ব্যক্তির কাছ থেকে ৫ লাখ ১২ হাজার করে টাকা নেয় জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল। পরে ৩ জনকে কিরগিজস্তানের কথিত ভিসা ও উড়োজাহাজের টিকিট দেয় প্রতিষ্ঠানটি। গত ৭ এপ্রিল তারা কিরগিজস্তান যাওয়ার উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ইমিগ্রেশন পুলিশ অনলাইনে তাদের ভিসার কোনো তথ্য পায়নি। ফলে তাদের যাত্রা স্থগিত করা হয়। ঐ সময় তারা বুঝতে পারেন যে, প্রতারিত ও মানব পাচারের শিকার হয়েছেন। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়। পরে এ মামলায় ইব্রাহীমসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল