• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে টিসিবি পণ্য মজুদ ও বিক্রির দায়ে ব্যবসায়ীর সাজা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০  

টাঙ্গাইলের ঘাটাইলে টিসিবি পণ্য অবৈধ মজুদ ও বিক্রির দায়ে হায়দার আলী নামে এক ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার সাগরদীঘি বাজারে এ আদেশ প্রদান করেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে একটি দল উপজেলার সাগরদিঘী বাজারে ভ্রামমান আদালত পরিচালনা করেন। এ সময় স্থানীয় একতা স্টোর নামে একটি দোকানে টিসিবির ৩৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধ মজুদ ও বিক্রির দায়ে ২০১২ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩৯ ধারায় ব্যবসায়ী হায়দার আলীকে এক লক্ষ টাকা জরিমান অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।

 

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, অবৈধ ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোন প্রকার অনিয়ম পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল