• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে করোনা সচেতনতায় সাবান ও লিফলেট বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার এবং সংক্রমণ রোধ ও মানুষকে সচেতন করার লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকায় সাবান ও  লিফলেট বিতরণ করেছেন সমাজকর্মী সাহেদ আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ঘাটাইল পৌরসভার রতনপুর, ধারিয়াল, চতিলা গ্রামে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. সাহেদ আহমেদের সার্বিক সহযোগিতায় তিন হাজার সাবান এবং করোনা মোকাবেলায় করনীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সাহেদ আহমেদ জানান, সরকারের একার পক্ষে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) রুখতে কাজ করা সম্ভব না। সবার আগে আমাদের সচেতন হতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে তাদের সবার উচিত নিজ নিজ অবস্থানে থেকে দুর্যোগের এই চরম সংকটময় মুহূর্ত মোকাবেলায় এগিয়ে আসা।

চতিলা গ্রামের শহিদুল ইসলাম জানান, বর্তমানে প্রাণঘাতী করোনাভাইরাস আমাদের মনে ভীতির সঞ্চার করেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের নিজেদেরকে আরও সতর্ক এবং সচেতন হতে হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল