• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে ১৪ ভূয়া পরীক্ষার্থীকে বহিস্কার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

টাঙ্গাইলের গোপালপুরে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪ ভূয়া পরীক্ষার্থীসহ কেন্দ্র সচিবকে বহিস্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নাজমুল, আনিকা খাতুন, জান্নাতী ও সাগর নামে ৫ জন এবং সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তামান্না, সুমাইয়া, ফরিদা, তৃষা, বিথী, কাওসার, শুভ, নাঈম ও লিমন নামে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়া এসব ভূয়া পরীক্ষার্থীদের বহিস্কার করা হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস জানান, পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ হতে এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীরা অন্যের হয়ে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করায় ১৪ ভূয়া পরীক্ষার্থীকে বহিস্কারসহ আটক করা হয়। পরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব ভূয়া পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক ও তাদের অভিভাবকদের ডেকে সাদা কাগজে লিখিত অঙ্গীকারনামা রেখে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ভূয়া পরীক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল