• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কোমরে রশি বেঁধে নারী নির্যাতন, মুহূর্তেই ভিডিও ভাইরাল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ মে ২০২৪  

মোবাইল চুরির অপবাদে পঞ্চগড়ে মজিদা বেগম (২৬) নামে এক নারীর কোমরে রশি বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার ফোনে ধারণ করা ঐ নারীকে মারধর করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে, বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট বাজারে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে, একটি ভ্যানগাড়িতে এক নারীর সঙ্গে তর্কে জড়িয়েছেন কয়েকজন নারী। এর মাঝে এক ব্যক্তি ঐ নারীকে রশি দিয়ে বেঁধে রাখছেন। আর তা দাঁড়িয়ে উপভোগ করছেন উৎসুক জনতা। তবে, তর্কে জড়ানো নারী ও পুরুষের পরিচয় শনাক্ত করা না গেলেও তারা ঝলঝলি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়রা বলছেন, ঝলঝলি গ্রামের কয়েকজন নারী ও পুরুষের সঙ্গে মোবাইল চুরি নিয়ে তার সঙ্গে তর্কে জড়ান। এর মাঝে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মজিদা বেগম পঞ্চগড়ের বোদা উপজেলার বামনহাট ডাঙ্গাপাড়া গ্রামের আজিজুর রহমানের স্ত্রী। ২ সন্তানের জননী হলেও, সাংসারিক কলহের জেরে একই উপজেলার ঝলঝলি গ্রামে দিনমুজুর বাবা মোজাম্মেল হকের বাড়িতে থাকেন। প্রতিবেশী আশরাফুল ইসলাম বলেন, মেয়েটা মানিকপীর এলাকায় তার এক দাদির (বাবার খালা) বাড়িতে গিয়ে মোবাইল চুরি করে নিয়ে আসে। পরে জুটমিল এলাকায় তাকে ধরে মোবাইলসহ বাড়িতে নিয়ে আসে। ভুক্তভোগী মজিদা বলেন, আমি বাড়ি থেকে ২-৩ দিন আগে ঐ দাদির বাড়িতে (বাবার খালা) গিয়েছিলাম। যাওয়ার দিন বাড়িতে দাদিকে বাড়িতে না পেয়ে এক রাত আমার বান্ধবীর বাড়িতে থাকি। পরের দিন দাদি আসলে তাদের বাড়িতে যাই। এর মাঝে আমার কল এসেছে বলে দাদি আমাকে কথা বলার জন্য মোবাইলটি দেয়। কথা বলার পর দাদিকে না পেয়ে আমি মোবাইলসহ বাড়ি চলে আসি। এর মাঝে বাজারে এসে গ্রামের লোকজনসহ সবাই আমাকে চোর বলে মারধর করে বেঁধে বাড়িতে এনে দেয়। বাবা মোজাম্মেল হক বলেন, আমার খালার বাড়িতে গেছে মেয়েটি। পরে শুনতে পাই তাকে বাজারে ধরে বেঁধে মেরেছে। এখন সে আমার বাড়িতে আছে। বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন, বিষয়টি আমরা অবগত না। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল