• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কৃষকের পাকা ধান কেটে দিলো দেলদুয়ার ছাত্রলীগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০  

সারাদেশের মতো টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় চলতি মৌসুমের ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। এ মৌসুমের ধানের বাম্পার ফলন হলেও নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে ধান কাটা শ্রমিকসংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরিব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

২৯ এপ্রিল বুধবার দেলদুয়ার উপজেলার চর লাউহাটী এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানার নেতৃত্বে ছাত্রলীগের ২০-২৫ নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন।

 

এ সময় চর লাউহাটী গ্রামের কৃষক মোসলেম খানের ২০ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কৃষক কৃষক মোসলেম খান বলেন, মাঠে পাকা ধানগুলো নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। এই ভাইয়েরা সারাদিন কষ্ট করে আমার জমির ধান কেটে দিছে। আমি তাদের জন্য দোয়া করি।

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানার বলেন, আমরা জানতে পারি কৃষক হাফেজ আহমেদ করোনার কারণে পাকা ধান কাটতে পারছেন না। খবর পেয়ে আমরা ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন কাজ করে ২০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনামতো আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল