• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে ক্ষতিগ্রস্থ ভুমি মালিকদের মাঝে চেক হস্তান্তর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পের আওতায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিল্ক বেসিন ও গাইড বাঁধ নির্মান প্রকল্পের ক্ষতিগ্রস্থ ভুমি মালিকদের ক্ষতিপুরনের চেক প্রদান করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে কালিহাতীর উপজেরার গড়িলাবাড়ি গ্রামে ক্ষতিগ্রস্থ ৬৬ জন ভুমি মালিকের হাতে প্রায় ১৫ কোটি টাকার চেক তুলে দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরীর সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা, কালিহাতীর সহকারী কমিশনার (ভুমি) শাহারিয়ার রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীর প্রকৌশলী আব্দুর রাজ্জার ও ভুমি অধিগ্রহন কর্মকর্তা সুখময় সরকার।

পর্যায়ক্রমে এ প্রকল্পে ক্ষতিগ্রস্থ ভুমিহীনদের মাঝে ক্ষতিপুরনের চেক তুলে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল