• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা আক্রান্তদের ২৪ ঘণ্টাই বিনামূল্যে অনলাইনে সেবা দিচ্ছেন একদল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ জুন ২০২০  

প্রাণঘাতি ভাইরাস করোনায় হাজারো রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তাদের বিরুদ্ধে আছে নানা অনিয়মের অভিযোগও। এমন অবস্থায় যখন বিপাকে আক্রান্তরা। তখন একদল চিকিৎসক বিনামূল্যে ২৪ ঘন্টা করোনায় আক্রান্তদের সেবা দিচ্ছেন। অনলাইনে বা ফোন করে যেকেউ, এ সেবা পেতে পারেন। গুরুতর অবস্থায় ভিডিও কলের মাধ্যমেও সেবা নিয়ে সুস্থ হয়েছেন আক্রান্ত অনেকেই।

 

 দেশে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ।  এতো রোগীর জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় হিমসিম খেতে হচ্ছে রোগীদের। আবার করোনা আক্রান্তদের সেবা দিতে যেসব হাসপাতাল আছে সেখানেও অনিয়মের অভিযোগ।

 

এমন ভোগান্তির কথা ভেবে তাদের চিকিৎসায় এগিয়ে এসেছে একদল চিকিৎসক। যারা নিচ্ছেন না কোন অর্থ।  যে কেও চাইলেই ফেইসবুকে ইমারজেন্সি কোভিড ১৯ ম্যনেজম্যন্ট বাই এফডিএসবি এ সাইটে যোগ দিয়ে সেবা নিতে পারবেন। এছাড়া, ই ডক্টর অথবা ফিমেইল ডেন্টাল সার্জারী অফ বাংলাদেশের এসব নম্বরে সরাসরি চিকিৎসকের সাথে কথা বলে সেবা নিতে পারবেন করোনা রোগী।

 

গ্রুপটির উদ্যোক্তা জানান, এ পর্যন্ত ২শর বেশী রোগীকে বাসায় বসে সেবা দিয়েছেন তারা।

 

আর যারা সুস্থ্য হয়েছে তারাও সন্তুষ্ট এমন সেবায়। এছাড়া গুরুতর অবস্থায় ভিডিও কলের মাধ্যমেও সেবা পেয়েছেন অনেকেই।

 

করোনা আক্রান্তদের বেশিরভাগই বাসায় থেকে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ মেনে চললেই এ রোগটি থেকে ১৪ দিনের মধ্যে সুস্থ হওয়া সম্ভব।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল