• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ইবতেদায়ি শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯  

 

বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দেয়া বেতন কাঠামো আওতায় নেয়ার আশ্বাসে আট দিনের টানা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।
আজ সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান ও মহাসচিব কাজী মোখলেছুর রহমান এ বিষয়টি জানান।

সচিবালয় থেকে বেরিয়ে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বলেন, শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন বাজেটের পর বেতন কাঠামোর আওতায় নেয়া হবে। বাজেটের পর যদি আমাদের বেতন কাঠামোর আওতায় নেয়া না হয় তাহলে বাজেটের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

তিনি বলেন, ২০১৭ সালের জরিপে মাদরাসার সংখ্যা ১২ হাজারের মতো। শিক্ষা প্রতিষ্ঠান অনেক কমে গেছে। এ সব মাদরাসার মধ্যে প্রাতিষ্ঠানিক কোডধারী অ্যাকাডেমিক স্বীকৃত পাওয়া মাদরাসা সংখ্যা ৬ হাজার ৯৯৮টি। ব্যানবেইসের হিসাবে, ইআইআইএন নম্বরধারী প্রতিষ্ঠান ৩ হাজার ৩৩৪টি।

গত ১ এপ্রিল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠান সরকারি করণ, বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। আট দিনের মাথায় মন্ত্রীর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন তারা।
 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল