• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নারীর ক্ষমতায়নে গুরুত্ব দেওয়ায় এসডিজি বাস্তবায়ন সহজ হচ্ছে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২  

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার নারীর স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষমতার দিকে গুরুত্ব দিচ্ছে। ফলে এসডিজি বাস্তবায়ন সহজ হচ্ছে। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের তুলনায় এগিয়ে আছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিজিএমইএ এবং জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) জিএমবিএইচ-এর যৌথ আয়োজনে সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে যাওয়ার ফলে সবক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। বিশেষ করে নারীর শিক্ষা-স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ায় কঠিন। এখন এ পথ পাড়ি দেওয়া আগের চেয়ে অনেক সহজ হয়েছে।

তিনি আরো বলেন, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে এসডিজি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে অনেক ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। এতে নারীরাও অগ্রণী ভূমিকা পালন করছে।

সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সামাজিক প্রতিপালন, পরিবেশগত উৎকর্ষতা এবং উদ্ভাবনী শ্রেষ্ঠত্ব- এ তিন শ্রেণির অধীনে ৯টি উপরিভাগে পুরস্কার প্রদান করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল