• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩  

সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা আটদিন বন্ধ থাকবে আমদানি-রফতানি। তবে, এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
শুক্রবার দুপুরে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

স্থলবন্দর সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে ২১-২৬ অক্টোবর ছয়দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়। তবে, পূজার আগে-পরে দুই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে টানা আটদিন আমদানি রফতানি হবে না। বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২৮ অক্টোবর আবারো সচল হবে বন্দরটি।

এদিকে, বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল