• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

পেঁয়াজ আমদানিতে ব্যবসায়ীদের অনুমতি দেওয়া হবে: কৃষিমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩  

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নতুন পেঁয়াজ আসতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনো ব্যবসায়ী পেঁয়াজ আমদানি করতে চাইলে অনুমতি দেওয়া হবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ভারত পেঁয়াজে রফতানি শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশেকে অনেক ভুগতে হয়। সম্প্রতি ভারত সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীকে এমন না করার জন্য অনুরোধ করা হয়ছিলো। তারা গমের ক্ষেত্রে আর এমন করবে না আশ্বস্ত করেছিলো। 

তিনি আরো বলেন, মিশর বা তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা যায় কিনা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হচ্ছে। অন্য যে কোনো দেশ থেকে কোনো ব্যবসায়ী আমদানি করতে চাইলে অনুমতি দেওয়া হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল