• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঢাকা-ইম্ফাল বিমান ফ্লাইট শিগগিরই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২  

শিগগিরই ঢাকা-ইম্ফাল বিমান ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি চালু হলে ভারতের মণিপুর রাজ্যের সঙ্গে পর্যটনসহ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সর্ম্পক আরও জোরদার হবে।’

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার বিকেলে ইন্টারন্যাশনাল মণিপুরী অ্যাসোসিয়েশন (ইমা)-এর জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ বন্ধের অংশ হিসেবে অপরাধী শনাক্তকরণে দেশের বিমানবন্দরগুলোতে ‘অ্যাডভান্স পেসেঞ্জার ইনফরমেশন সিস্টেম’ চালু হচ্ছে। এর মাধ্যমে যাত্রীরা যেকোন স্থান থেকে টিকিট কাটার সময় তার সব তথ্য চলে আসবে। দেশের বর্ডারগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ই ভিসা কার্যক্রম চালু হয়েছে। সেখানেও অপরাধীদের আগাম তথ্য পাওয়া যাবে।’

কনভেনশনে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সিলেটের হাওর-বাওড়-টিলার বৈচিত্র্যমন্ডিত পরিবেশে মণিপুরীরা মিশে আছেন। তারা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে মণিপুরীরা সক্রিয় অংশ নিয়েছিলেন। মণিপুরী জীবনমান, সাংস্কৃতিক উন্নয়নে সরকার কাজ করে চলেছে।’

ইমা বাংলাদেশের সভাপতি ওইনাম রমেন্দ্র কুমার সিংহ কনভেনশনে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইমার সেন্ট্রাল কমিটির উপদেষ্টা ডা. প্রমোদ রঞ্জন সিংহ, ডা. গুরুময়ুম অরুণ কুমার শর্মা, ইমার সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান এস. অনিল চন্দ্র সিংহ ও সেক্রেটারি জেনারেল এল. আশাপূর্ণা দেবী। স্বাগত বক্তব্য দেন ব্রক্ষচারিময়ুম সুপ্রিয়া দেবী।

এর আগে সকালে কনভেনশন উদ্বোধন করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ পর্বে বিশেষ অতিথি ছিলেন ইমার সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান নিরঞ্জন দত্ত, সহ-সাধারণ সম্পাদক হিজম দ্বিজেন সিংহ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল