• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ঝড়ে লণ্ডভণ্ড উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ মে ২০২৪  

ইতিহাসের সর্বাধিক ২০ দল নিয়ে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপের নবম আসর। প্রতিবেশী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথমবারের মতো আইসিসির কোনো বৈষয়িক আসরের আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে, আরও জনপ্রিয় করে তুলতে মহাপরাক্রমশালী মার্কিনিদের যুক্ত করার এ প্রয়াশ। বেসবল, বাস্কেটবলের দেশে এরই মধ্যে ব্যাট-বলের এ আয়োজন নিয়ে যতটা আগ্রহ তার কেন্দ্রবিন্দুতে অভিবাসী সমর্থক আর ক্রিকেটার। আয়োজক হওয়ার সুবাদে প্রথমবার বিশ্বকাপে খেলতে যাওয়া যুক্তরাষ্ট্র দলটিই যেমন এক ঝাঁক অভিবাসী খেলোয়াড় নিয়ে গড়া। শুরুতেই তাদের এই আগ্রহে বাগড়া বাঁধিয়েছে বৈরী আবহাওয়া। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে রবিবার পর্দা উঠবে বিশ্বকাপের। গত মঙ্গলবার এখানেই প্রচ- ঝড়ে পণ্ড হয়ে গেছে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ। ল-ভ- হয়ে গেছে বিগ স্ক্রিনসহ আরও অনেক অবকাঠামো! ডালাসে এদিন ৮০ কিলোমিটার বেগে টর্নেডো আঘাত হানে। সঙ্গে প্রচ- বৃষ্টি। এতে গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামের অস্থায়ী বিগ স্ক্রিন ভেঙে চুরমার হয়ে গেছে। কার্যত স্টেডিয়ামের অর্ধেক অংশই নষ্ট হয়ে যায়। মাঠ প্রস্তুত করে খেলা সম্ভব না হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অফিসিয়াল প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়ে যায়। চার দিনের ব্যবধানে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১ জুন, স্থানীয় সময় সন্ধ্যায়। তার ওপর আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেদিনও আছে বজ্রপাত ও বৃষ্টির শঙ্কা। ৪২ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়োজন নিয়ে খানিকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ভেন্যুটির সীমানা (ফেন্স) ও গ্যালারির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উদ্বোধনী ম্যাচ আয়োজন নিয়ে আশঙ্কা নেই। এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, রাজ্যটির এক-তৃতীয়াংশের বেশি এলাকা বিপর্যস্ত হয়েছে! এই মাঠেই আগামী ৮ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে আবহাওয়ার পূর্বাভাসে ওই মাঠে বাংলাদেশের ম্যাচ নিয়ে স্বস্তির খবর আছে। দশ দিনের ব্যবধানে ডালাসের প্রেইরি অঞ্চলের আবহাওয়ার অনেকটা উন্নতি হবে জানিয়েছে আবহাওয়া বিষয়ক একাধিক ওয়েবসাইট। সেই জায়গায় বরং নাতিশীতোষ্ণ আবহাওয়া আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ৩টি ও ওয়েস্ট ইন্ডিজের ৬টি ভেন্যুতে হবে এবারের টি২০ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে এই প্রথম ক্রিকেটের কোনো আইসিসি ইভেন্ট হচ্ছে। মোট ৫৫টি ম্যাচের মধ্যে ১৬টি অনুষ্ঠিত হবে এখানকার তিনটি শহরে। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক ও ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম (৪০ হাজার ধারণক্ষমতা), নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশন্যাল ক্রিকেট স্টেডিয়াম (৩৪ হাজার ধারণক্ষমতা) ও ডালাসের (টেক্সাস) গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে (১৫ হাজার ধারণক্ষমতা) হবে ম্যাচগুলো। এর মধ্যে নিউইয়র্কের স্টেডিয়ামটা বিশ্বকাপের জন্য তৈরি করা হয়েছে, যেখানে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে পিচ এনে বসানো হয়েছে ও অস্থায়ী কিছু আসন বসানো হয়েছে গ্যালারিতে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল