• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

৬৫০ টাকায় গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশের বিশ্বকাপ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩  

 

আইসিসি বিশ্বকাপ-২০২৩ এর ৫টি ম্যাচ হবে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে।  প্রতিটি ম্যাচের জন্য টিকিটের আলাদা দাম নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ৬৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০০ টাকা খরচ করলেই মাঠে বসে দেখা যাবে বিশ্বকাপের খেলা।
 ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এ তথ্য জানিয়েছেন। তার দাবি, সাধারণ মানুষের সামর্থ বিবেচনা করে টিকিটের এ দাম নির্ধারণ করা হয়েছে।


এদিকে ৫টি ম্যাচের মধ্যে সবচেয়ে কম দাম বাংলাদেশ- নেদারল্যান্ডস ম্যাচের টিকিটের। ইডেনের আপার টিয়ারে বসে এ খেলা দেখতে ব্যয় হবে ৬৫০ টাকা। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকে বসে দেখতে ১০০০ টাকার টিকিট কাটতে হবে। ‘বি’, ‘সি’, ‘কে’ এবং ‘এল’ ব্লকের টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা।


তবে বাকি ৪ ম্যাচের কোনোটিই এত কম খরচে দেখতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তান-ইংল্যান্ড এবং পাকিস্তান-বাংলাদেশ দ্বৈরথের টিকিটের দাম সমান নির্ধারণ করা হয়েছে। এ দুই খেলায় আপার টিয়ারের টিকিটের দাম ৮০০ টাকা। ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকের টিকিটের মূল্য ১২০০ টাকা। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ২০০০ টাকা। আর ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারিতে বসে এই দুই ম্যাচ দেখতে খরচ হবে ২২০০ টাকা।


সবচেয়ে বেশি রাখা হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম। আপার টিয়ারে বসে এ দুই ম্যাচ দেখতে ক্রিকেটপ্রেমীদের খরচ করতে হবে ৯০০ টাকা। ‘ডি’ ও ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ধরা হয়ে ১৫০০ টাকা। ‘সি’ ও ‘কে’ ব্লকের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা। ‘বি’ ও ‘এল’ ব্লকের গ্যালারিতে বসে দুই খেলা দেখতে ব্যয় হবে ৩০০০ হাজার টাকা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল