• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রোটিয়া শিবিরে বেবি এবি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩  

২০২২ সালের যুব বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। ফলে টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকও ছিলেন তিনিই। এরপর বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়ে আলো ছড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার জাতীয় দলে ডাক পেলেন বেবি এবি খ্যাত এ ক্রিকেটার।
চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের টি-২০ সিরিজ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে তাকে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ব্রেভিস ছাড়াও স্কোয়াডে নতুন মুখ ডোনোভান ফেরেরা ও ম্যাথিউ ব্রিজকি। 

এছাড়া টেস্ট ও ওয়ানডের পর টি-২০ অভিষেকের অপেক্ষায় আছেন গেরাল্ড কোজি। গত মার্চে ইনজুরিতে পড়া কেশভ মহারাজ দলে ফিরেছেন এই সিরিজ দিয়ে। টি-২০ সিরিজে বিশ্রামে থাকবেন কুইন্টন ডি কক, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদা।  

আগামী ৩০ আগস্ট শুরু হবে টি-২০ সিরিজ। এরপর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সেদিনই ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া সিরিজে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড-

টি-২০ স্কোয়াড: এইডেন মার্কারাম (অধিনায়ক), ম্যাথিউ ব্রিজকি, ডেওয়াল্ড ব্রেভিস, গেরাল্ড কোজি, ডোনোভান ফেরেরা, বিয়ন ফর্তেইন, রিজা হেনড্রিক্স, মার্কো ইয়ানসেন, সিসান্দা মাগালা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাদ উইলিয়ামস, রসি ফন ডার ডুসেন। 

ওয়ানডে স্কোয়াড: এইডেন মার্কারাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, গেরাল্ড কোজি, কুইন্টন ডি কক, বিয়ন ফর্তেইন, রিজা হেনড্রিক্স, হেইনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, সিসান্দা মাগালা, কেশভ মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, রসি ফন ডার ডুসেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল