• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

অভিষেকেই অস্ট্রেলিয়ান পেসারের ‘বিশেষ’ রেকর্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩  

ইংল্যান্ডের ঘরোয়া লিগ দ্য হ্যান্ড্রেডে ওভাল ইনভিনসিবলসের জার্সিতে অভিষেক হয়েছে স্পেন্সার জনসনের। ১০০ বলের লিগে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করে বিশেষ রেকর্ড গড়েছেন এ অস্ট্রেলিয়ান পেসার। তার অনন্য কীর্তিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে ইংলিশ পাড়ায়।
বুধবার ওভালে দ্য হ্যান্ড্রেড মেনস কম্পিটিশনে স্বাগতিকদের মুখোমুখি হয় ম্যানচেস্টার অরিজিনালস। যেখানে অভিষেক ম্যাচেই বল হাতে গতির ঝড় তুলে প্রতিপক্ষ ব্যাটারদের বোকা বানিয়েছেন জনসন। এ ম্যাচে নিজের কোটার ২০ বলের ১৯টিই ডট দিয়েছেন এ পেসার।

এদিন টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ১০০ বলে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে ওভাল ইনভিনসিবলস। জবাবে জনসনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় ম্যানচেস্টার অরিজিনালস।

এদিন ২০ বলে মাত্র ১ রান খরচ করে তিন উইকেট শিকার করেন স্পেন্সার জনসন। লক্ষ্য তাড়া করতে নামা ম্যানচেস্টারের বিপক্ষে প্রথম দশ বলে কোনো উইকেট না পেলেও বেশ আঁটসাঁট বোলিং করেন জনসন।

ওভালের দুর্দান্ত ব্যাটিং উইকেটে নিজের প্রথম দশ বলে মাত্র ১ রান দিয়েছেন জনসন। যেখানে উইকেটে ছিলেন জস বাটলার এবং ফিল সল্টের মতো বিধ্বংসী ব্যাটাররা।

নিজের দ্বিতীয় স্পেলে রীতিমতো আগুন ঝরিয়েছেন জনসন। ৮ বলের ব্যবধানে ফেরান উসামা মীর, টম হার্টলি এবং জশ লিটলকে। দশ বলের এই স্পেলে তিনি রান দেননি একটিও। তাতে ওভালের পুরো গ্যালারি অভিবাদনে ভাসিয়েছেন ২৭ বছর বয়সী এই পেসারকে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল