• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গ্লোবাল লিগ: লিটনের মন্থর ব্যাটিংয়ের পরও জিতলো সারে জাগুয়ার্স

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩  

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যাট হাতে এবারও জ¦লে উঠতে পারেননি সারে জাগুয়ার্সের বাংলাদেশী  ব্যাটার লিটন দাস। গতরাতে দলের চতুর্থ ম্যাচে ৮৩ স্ট্রাইক রেটে ২৫ রান করেছেন লিটন। তার মন্থর ব্যাটিংয়ের পরও সারে জাগুয়ার্স ৫৫ রানে হারিয়েছে মিসিসাউগা প্যান্থার্সকে। 
কানাডার ব্রাম্পটনে  টস হেরে প্রথমে ব্যাট করতে নামে লিটনের সারে জাগুয়ার্স। ওমানের জতিন্দার সিংয়ের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করে সারে জাগুয়ার্স। ৪৫ বলে ৫টি চার ও ১টি ছক্কায় সর্বোচ্চ ৫৭ রান করেন জতিন্দার। তিন নম্বরে নেমে ১টি করে চার-ছক্কায় ৩০ বলে ২৫ রান করেন লিটন। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ৯টি চারে ২১ বলে করেন ৩৯ রান। মিসিসাউগার সংযুক্ত আরব আমিরাতের পেসার জাহুর খান ৩ উইকেট নেন।
জবাবে সারে জাগুয়ার্সের বোলারদের দারুন নৈপুন্যে ১৭ ওভারে ১০৯ রানে অলআউট হয় মিসিসাউগা। সর্বোচ্চ ৩৩ রান করেন দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন ডেলপোর্ট। সারে জাগুয়ার্সের অস্ট্রেলিয়ান পেসার স্পেনসার জনসন ও নেপালের সন্দ্বীপ লামিচানে ৩টি করে উইকেট নেন। উইকেটের পেছনে ১টি স্টাম্প আউট করেন লিটন।
এবারের আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ব্যাট হাতে ৫৫ রান করেছেন লিটন। এই আসরেই মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলছেন আরেক বাংলাদেশি সাকিব আল হাসান। এবারের আসরে এখন পর্যন্ত চার ম্যাচে ব্যাট হাতে ১০২ রান ও বল হাতে ৫ উইকেট নিয়েছেন সাকিব।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল