• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

তামিমের সমস্যা হলে বিশ্বকাপে যাকে অধিনায়ক চান পাইলট

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩  

আফগানিস্তারের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে কোনো পূর্বাভাস ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। নাটকীয়ভাবে অবসর ঘোষণার পর সেটা প্রত্যাহার করলেও ফিটনেস জটিলতায় তামিমকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনো।
সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট টাইগারদের সামনে। তামিমের ফেরা না হলে বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন কে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট সমর্থকদের মাঝে। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) ক্লেমন ইনডোর ক্রিকেট টুর্নামেন্টে খালেদ মাসুদ পাইলট বলেন, ‘তামিম যদি ইনজুরির কারণে নেতৃত্ব না দিতে পারে তাহলে আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম ৯০ ভাগ মানুষই বলবে সাকিব আল হাসান। আমরা কয়েকদিন আগে দেখলাম যে আফগানিস্তানের যেখানে ৫০-৫০ ম্যাচ ছিল সেখানে তার নেতৃত্ব  দুটো ম্যাচেই বাংলাদেশ দেখিয়েছে, তার নেতৃত্ব, তাকে যে সবাই পছন্দ করেন ড্রেসিংরুম সেটা দেখিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ।’

সাকিবকে  একটা ব্র্যান্ড উল্লেখ্য করে পাইলট আরো বলেন, ‘অনেকেই হয়ত আছেন কিন্তু আমি কাউকেই ছোট করব না তার অনেক সময় আছে। কিন্তু সাকিব যে একটা ব্র্যান্ড, সে যখন আম্পায়ারের সঙ্গে কথা বলবে, ড্রেসিংরুমে থাকবে….সাকিব এই জায়গাটা তৈরি করেছে। তো কোন সন্দেহ নেই তামিম যদি কোন কারণে মিস করে তাহলে সাকিবকে ট্রাই করা যায়।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল