• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কানাডায় সাকিব জিম্বাবুইয়েতে মুশফিক-তাসকিন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ জুলাই ২০২৩  

মঙ্গলবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এই তিন ক্রিকেটার একসঙ্গে একই বিমানে করে দেশ ছাড়লেও গন্তব্য কিছুটা আলাদা। দুবাই পর্যন্ত একই ফ্লাইটে থাকলেও সেখান থেকে মুশফিক ও তাসকিন গেছেন জিম্বাবুয়ের রাজধানী হারারেতে। সেখানে তারা জিম-আফ্রো টি১০ লিগের প্রথম আসরে খেলবেন। আর সাকিব দুবাই থেকে কানাডা গেছেন। তিনি সেখানে আজ থেকে শুরু হওয়া গ্লোবাল টি২০ লিগের তৃতীয় আসরে খেলবেন। আগামী ২৯ জুলাই বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার কথা। এই ৩ ক্রিকেটার শুরুর দিকে থাকতে পারবেন না। 
আফগানিস্তানের বিপক্ষে হোমসিরিজ রবিবার শেষ হয়েছে। আপাতত বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক ব্যস্ততা নেই। আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে এশিয়া কাপ আসর। এর ১ মাস আগেই বাংলাদেশের ক্রিকেটাররা কন্ডিশনিং ক্যাম্প শুরু করবেন। ২৫-২৭ জনের প্রাথমিক স্কোয়াড নিয়ে এই ক্যাম্প ২৯ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা। সেই কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিকে থাকতে পারবেন না জাতীয় দলের কয়েকজন অপরিহার্য সদস্য। লিটন কুমার দাস, সাকিব খেলবেন কানাডার গ্লোবাল টি২০ লিগে। সাকিবের ১ দিন আগেই কানাডা গেছেন লিটন। ৬ আগস্ট পর্যন্ত চলবে আসরটি। সেখানে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন।


মঙ্গলবার মধ্যরাতে কানাডা যাওয়ার উদ্দেশে দেশ ছাড়েন সাকিবও। তিনি গ্লোবাল টি২০ আসরে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলে আবার শ্রীলঙ্কায় আসবেন। সেখানে খেলবেন লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) টি২০ আসরে গল গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। যদিও ৩১ জুলাই শুরু হবে এলপিএল, কিন্তু গ্লোবাল টি২০ খেলে কয়েক ম্যাচ পরেই যোগ দেবেন সাকিব। এ দুই আসরে খেলার কারণে সাকিব এশিয়া কাপের জন্য হওয়া কন্ডিশনিং ক্যাম্পের একেবারে শেষদিকে যোগ দেবেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল