• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সুখবর পেলেন টাইগ্রেস অধিনায়ক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩  

ঘরের মাঠে প্রথমবারের মতো ভারতকে ওয়ানডে ফরম্যাটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতলেই সিরিজ শিরোপা নিশ্চিত হবে বাঘিনীদের। তবে তার আগেই দারুণ সুখবর পেয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
মিরপুরের হোম অব ক্রিকেটে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন জ্যোতি। তার এমন ইনিংসে দল জেতার পাশাপাশি উন্নতি হয়েছে তার ব্যাক্তিগত র‍্যাংকিংয়েও। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটারদের ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে চারধাপ এগিয়ে ৩১তম স্থানে ওঠে এসেছেন টাইগ্রেস দলপতি জ্যোতি। আর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন তিনি। 

জ্যোতির আগে একধাপ এগিয়ে ফারজানা হক আছেন ৩০তম স্থানে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন এই ওপেনারই। 

এদিকে বল হাতে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন মারুফা আক্তার। তাতে বাংলাদেশের উদীয়মান এই পেসার প্রথমবার সেরা একশতে জায়গা পেয়েছেন। তিনি এগিয়েছেন ৩৩ ধাপ। এছাড়া সুলতানা খাতুন ২৫ ধাপ এগিয়ে ৭৮তম স্থানে আছেন। 

বোলিংয়ে এখনো বাংলাদেশের সেরা অবস্থানে আছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। ২১তম স্থানে রয়েছেন তিনি। ছয় ধাপ এগিয়ে নাহিদার অবস্থান ২৪তম স্থানে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল