• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের দিকে যাচ্ছে নকিয়া?

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩  

বছরের তৃতীয় প্রান্তিকে প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়ায় বিক্রি প্রায় ২০ শতাংশ কমে গেছে। উত্তর আমেরিকায় ফাইভ-জি সামগ্রীর বিক্রি ক্রমশ কমতে শুরু করেছে। এদিকে নকিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, কোম্পানি চাইছে ২০২৪ সালে অন্তত ৪০০ মিলিয়ন ইউরো সঞ্চয় করতে। সেই সঙ্গে পরের বছর অন্তত ৩০০ মিলিয়ন ইউরো সঞ্চয় করতে।
সেক্ষেত্রে নকিয়াকে ১৪ হাজার কর্মী কমাতে হবে। বর্তমানে কোম্পানির কাছে ৮৬ হাজার কর্মী রয়েছে। সেটাই কমিয়ে ৭২ হাজার থেকে ৭৭ হাজার করা হতে পারে। মূলত নকিয়া সামগ্রিক খরচ কমাতে চাইছে। ১০-১৫ শতাংশ খরচ কমাতে চাইছে নকিয়া। সেই নিরিখে এবার কর্মীদের উপর কোপ পড়তে পারে বলে খবর।

নকিয়ার প্রেসিডেন্ট তথা সিইও পেক্কা লুন্ডমার্ক জানিয়েছেন, আমাদের কর্মীদের উপর প্রভাব পড়তে পারে এই ধরনের সিদ্ধান্ত নেয়া সবচেয়ে কষ্টকর। নকিয়াতে আমাদের বহু প্রতিভাবান কর্মীরা রয়েছেন। কিন্তু যাদের সমস্যা হবে এই সিদ্ধান্তে তাদের পাশে আমরা রয়েছি। তবে বাজারের এই অনিশ্চয়তার জন্য় আমাদের এটা করতে হচ্ছে। আমাদের দীর্ঘকালীন লাভ, প্রতিযোগিতা এসবের জন্য এটা করতে হচ্ছে। তবে আগামী দিনে আমাদের কাছে যে সুযোগ আসবে তা নিয়ে আমরা নিশ্চিত।

পরিসংখ্যান বলছে গত বছর নকিয়ার নেট বিক্রি ৬.২৪ বিলিয়ন থেকে কমে ৪.৯৮ বিলিয়ন হয়ে গিয়েছিল। এলএসইজি পোলে তেমনটাই বলছে। আসলে ২০ শতাংশ বিক্রি কমে গিয়েছে নকিয়ার। এর জেরে সামগ্রিকভাবে আয়ও কমেছে। আর তার জেরে এবার চাপ পড়বে কর্মীদের উপর।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল