• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দশ বছর পর উইকিপিডিয়ার ডিজাইনে পরিবর্তন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

ব্যবহারকারীর সংখ্যার হিসেবে বিশ্বের শীর্ষ ১০টি ওয়েবসাইটের মধ্যে অন্যতম উইকিপিডিয়া। প্রতি মাসে কোটি কোটি বিশ্ববাসী এই ওয়েবসাইটের সাহায্য নেন। প্রায় ১০ বছর পর ওয়েবসাইটের ডিজাইনে কিছুটা পরিবর্তন আনল উইকিপিডিয়া।
উইকিপিডিয়া জানিয়েছে, তাদের লক্ষ্য সাইটটির ব্যবহার আরও সহজ করে তোলা।  ভাষা পরিবর্তন, সার্চ করা ইত্যাদি সামগ্রিক পরিবর্তন আনা হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এরইমধ্যে গত কয়েক সপ্তাহে বিভিন্ন ভাষায় এই নয়া  ইন্টারফেস লঞ্চ করা হয়েছে। তবে এবার ইংরাজি ভাষার ক্ষেত্রেও এই নতুন  ইন্টারফেসের রোলআউট শুরু হয়েছে।

তবে খুব যে বড় ভোল পাল্টে দেওয়া বদল হয়েছে, তা বলা যায় না। অনেকের হয় তো বদল চোখেও পড়বে না। তবে উইকিপিডিয়ার ডিজাইনারদের মতে, সাইটের সহজ ইন্টারফেস অক্ষত রেখেই তার আধুনিকিকরণ করা হয়েছে। যাতে আগামী প্রজন্মের পাঠকরাও আকৃষ্ট হন।

নতুন ইন্টারফেস তৈরি করতে বিভিন্ন দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের নিয়ে গঠিত প্রায় ৩০টি স্বেচ্ছাসেবী গ্রুপের সাহায্য নেয়া হয়। এর মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ঘানা ও আর্জেন্টিনার মতো দেশের উইকিপিডিয়া পাঠকরা ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল