• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেওয়ানগঞ্জে ডায়রিয়ার ব্যাপক প্রকোপ ॥ একজনের মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

জামালপুরের দেওয়ানগঞ্জে ডায়রিয়ার ব্যাপক প্রকোপ দেখা দিয়েছে। দেওয়ানগঞ্জ পৌরসভা সহ সদর দেওয়ানগঞ্জ ইউনিয়ন, চুকাইবাড়ী, চিকাজানী, বাহাদুরাবাদ, হাতিভাঙ্গা, পাররামরামপুর, চরআমখাওয়া ও ডাংধরা ইউনিয়নের বিভিন্ন স্থানে ডায়রিয়া দেখা দিয়েছে। এবারে গরম আবহাওয়া শুরুর পর থেকেই এলাকার নারী শিশু বৃদ্ধ যুবক নানা বয়সী মানুষের মাঝে ডায়রিয়া শুরু হয়েছে। শুক্রবার ১৬ বছরের এক বালক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে। সে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর গ্রামের ভ্যান চালক ফুল মিয়ার পুত্র। শুক্রবার রাত ১১ টায় ঝালরচর ঈদগাহ মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। এব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার মোঃ আরিফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি হাসপাতালে ডায়রিয়ায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাসপাতালে প্রতিদিন প্রায় ৫/৬ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। অনেকে আউট ডোরে ডাক্তারের কাছে চিকিৎসাপত্র নিয়ে বাসা বাড়িতে ফিরে যাচ্ছে। কেউ কেউ নিজ বাসা বাড়িতে বা বিভিন্ন ফার্মেসী থেকে ঔষধপত্র নিয়ে খাচ্ছে। বেশ ক মাস ধরেই ডায়রিয়ার রোগী চিকিৎসা নিতে আসছে হাসপাতালে। গরম পরার সাথে সাথে ডায়রিয়ার রোগীর সংখ্যা বাড়ছে। সামনের দিনগুলিতে এ রোগ আরো বাড়তে পারে বলে আশংকা করেছেন ডাঃ মোঃ আরিফুর রহমান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল