• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শীতের দাপটে নাকাল হয়ে পড়েছে সাধারণ মানুষ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩  

দাদা দাদির মুখ থেকে শুনা এবং গ্রামবাংলার প্রবাদে রয়েছে মাঘ মাসের শীতে বাঘে কাঁন্দে। বর্তমানে বনের বাঘের কান্দন দেখা না গেলেও হাঁড় কাপানো শীতে মানুষ কাঁপছে। দেশ জুড়ে শৈত প্রবাহে নাকাল হয়ে পড়েছে মানুষ। বর্তমানে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় শীত জেঁকে বসেছে । এতে নাকাল হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। তারা শীতের হাত থেকে রক্ষা পেতে ভিড় করছে ফুট পাতের পুরাতন কাপড়ের দোকান গুলিতে। তীব্র শীতে নাকাল হয়ে পড়েছে মাদারগঞ্জ উপজেলার সব শ্রেণী পেশার মানুষ। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় সৃষ্টি হয়েছে প্রচন্ড তীব্র শীত । এর ফলে খেটে খাওয়া দিন মজুর মানুষ গুলি সবচেয়ে বীপাকে পড়েছে বেশী। কুয়াশার চাদর ভেদ করে সূর্য উদয় হলেও কমছে না শীতের প্রকোপ। উত্তর থেকে বয়ে আসা বাতাসের কারণে শীত আরও তীব্র হচ্ছে। তীব্র শীতের কারণে মানুষ জরুরী কাজ ছাড়া বের হচ্ছে না ঘর থেকে। সন্ধার পরে হাটে বাজারে এমন কি রাস্থায় তেমন কোন মানুষ চোখে পড়েনা। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে খরকুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ভেন গাড়ী ও অটো গাড়ীর চালকেরা। শীতের তীব্র দাপটে বেশী দূর্ভোগে পড়েছে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত।প্রচন্ড শীতের কারণে সাধারণ মানুষের পাশাপাশি নাকাল হয়ে পড়েছে গৃহপালিত প্রাণীরাও। শীতের কারণে বিভিন্ন রোগ বালাই নিউমোনিয়া,অ্যাজমা, এলার্জি ও ডায়রিয়াসহ বেশ কিছু রোগ মাথা চাড়া দিয়ে উঠেছে। শীত এবং ঘন কুয়াশার কারণে উঠতি ফসল মরিচ,আলু ভ’ট্টা বোর ধানের বীজতলার ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয় কৃষি বিভাগ। শীত নিবারন করার জন্য সরকারী ও রেসরকারী ভাবে শীত বস্ত্র বিতরণ করা হলেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছে স্থানীয় জন প্রতিনিধিরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল