• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আমরা কাপুরুষ, বঙ্গবন্ধুর ডাকেও ভয়ে সাড়া দেইনি: কাদের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭৫-এ বঙ্গবন্ধুর ডাকে কর্নেল জামিল সাড়া দিয়েছেন। তিনি বীরপুরুষ, আমরা সবাই কাপুরুষ। আমাদের যাদের বঙ্গবন্ধু ডেকেছিলেন, ভয়ে সাড়া দেইনি। আপনাদের বীরপুরুষ বলা যাবে? ইতিহাসে এ সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন >> সাঈদীর চিকিৎসা ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন ফখরুল

ওবায়দুল কাদের বলেন,‘বঙ্গবন্ধুর জন্য আমরা বড় বড় পদে গেছি, বড় বড় নেতা হয়েছি। বঙ্গবন্ধুর ডাকে কর্নেল জামিল যে সাহস, আনুগত্য ও দেশপ্রেম দেখিয়েছিলেন সেটা কি বঙ্গবন্ধু যাদের নেতা বানিয়েছেন তারা কেউ কি দেখাতে পেরেছেন? পারেননি। এটাই হলো সত্য।’

তিনি বলেন, ‘সব সত্য এখনো বের হয়ে আসেনি। অজানা অনেক তথ্য রয়ে গেছে। সত্য প্রকাশ হবেই। বঙ্গবন্ধুকন্যা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, সেখানে অনেক সত্য বেরিয়ে এসেছে। কিন্তু এ সত্য আমরা কতজনে স্বীকার করি?’

তিনি আরো বলেন, ‘৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু কয়েকজনকে ফোন করেছিলেন। এরা নেতাও আছেন, সেনাপ্রধান আছেন, কে সাড়া দিয়েছিল? কে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছেন? সত্য যদি বলতে হয়, শুধু কর্নেল জামিল ছুটে এসেছিল ৩২ নম্বরে। আমরা কোনো নেতা আসিনি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ঘাতকরা যখন গুলি করছিল তখন বঙ্গবন্ধু কর্নেল জামিলকে ফোন করেছিলেন। কর্নেল জামিল কোনো বাধা মানেননি। তিনি ছুটে গেছেন বঙ্গবন্ধুর ভবনের দিকে। আর তাকে পথের মধ্যে হত্যা করা হয়।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর ডালিমের সঙ্গে দেখা হলে বলেছিল ওয়েলডান মেজর ডালিম। কেন? ফারুকদের প্রস্তাবে কী বলেছিল সবই আছে লিখিত। হত্যা যে করে আর হত্যার যে মদত দেয়, উভয় সমান অপরাধী। হত্যাকারীদের দুঃসাহস দিয়েছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান দুঃসাহস না দিলে পৃথিবীতে এ ঘটনা ঘটাতে পারে না।’

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও উপ-প্রচার সম্পাদক আব্দুল আওয়াল শামীম।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল