• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বিদেশি প্রভু নয়, ক্ষমতা নির্ধারণ করবে জনগণ: আ জ ম নাছির

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ মে ২০২৩  

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ হোক তা চায়নি এবং এখন শেখ হাসিনাকেও দেশটি ক্ষমতায় দেখতে চায় না। কোনো বিদেশি প্রভুর প্রেসক্রিপশনে নয়, ক্ষমতায় কে আসবে তা জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করে দেবে। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি শক্তির নাক গলানোর সুযোগ নেই। 

শুক্রবার বিএনপি-জামায়াতের 'নৈরাজ্য ও নাশকতাবিরোধী' শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিন রংপুর মহানগর আওয়ামী লীগও শান্তি সমাবেশ করে। চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন। 


নাছির বলেন, ১৯৭১ সালে মুক্তিবাহিনী যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে বঙ্গপোসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। দেশটি জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে ও পাকিস্তানের পক্ষে ভেটো দিয়েছিল। ১৯৭৩ সালে নগদ মূল্যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ খাদ্যসামগ্রী কিনেছিল। কিন্তু তারা এদেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির কুমতলবে খাদ্যবাহী জাহাজটিকে ফিরিয়ে নেয় এবং প্রচার করে বাংলাদেশে দুর্ভিক্ষে লাখ লাখ লোক মারা যাবে। ১৯৭৫ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পরিকল্পনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। 

এ সময় আগামী ২৩ ও ২৮ মে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বৃহৎ পরিসরে শান্তি সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের এমপি নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল