• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বিপদে বিএনপিকে পাশে না পেয়ে প্রতিশোধ নিচ্ছে জামায়াত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

ভোটের মাঠে নেই, রাজনীতির মাঠে নেই, এমনকি বিগত এক মাসে করা বিএনপির বিভাগীয় একটি সমাবেশেও দেখা যায়নি জামায়াতে ইসলামীকে। ছন্নছাড়া ২০ দলীয় জোট তথা বিএনপির রাজনীতিতে তাদের উপস্থিতি নেই বহুদিন। বিপদের সময় বিএনপিকে পাশে না পেয়ে এভাবেই প্রতিশোধ নিচ্ছে জামায়াত।
সূত্র জানায়, সহযোগিতা করা তো দূরের কথা বিভিন্ন নির্বাচনেও জামায়াতের নেতাকর্মীদের কেন্দ্রীয়ভাবে বিএনপির সমর্থনে নিরুৎসাহিত করা হচ্ছে। নির্দেশনা আমলে নিয়েই জামায়াতের কর্মীরা সারাদেশে বিএনপিকে সহযোগিতার পথ থেকে সরে দাঁড়াচ্ছে। যার প্রভাব খুব ভালোভাবেই দেখা যাচ্ছে।

জামায়াতের দায়িত্বশীল নেতারা জানান, দলীয়ভাবে বিএনপি সঙ্গে আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। নানা অভিযোগ-মামলার কারণে জামায়াত যখন ঘোর বিপদে, তখন বিএনপি মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন সময় এসেছে প্রতিশোধ নেয়ার।

জামায়াতের ঢাকা মহানগরীর একটি কমিটির আমির বলেন, বিএনপির বর্তমানে যে অবস্থা, এতে তাদের সঙ্গে নির্বাচন করে অর্থের অপচয় আর নতুন করে মামলার আসামি হওয়া ছাড়া কোনো লাভ নেই।

বিএনপির নীতি-নির্ধারকরা বলেন, টানা ১৫ বছর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম না থাকায় নেতাকর্মীরা ‘বিএনপির নাম ও ধানের শীষের স্লোগান’ প্রায় ভুলতে বসেছে। অন্যদিকে জোটের প্রধান শরিক জামায়াতও পিছু হটেছে। ফলে ছন্নছাড়া হয়ে পড়েছে বিএনপি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল