• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বিতর্কিত নয়, ক্লিন ইমেজের লোককে দলে ভেড়ান: ওবায়দুল কাদের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল ভারি করার জন্য বিতর্কিত নয়। ক্লিন ইমেজের লোককে সংগঠনে ভেড়াবেন। আমরা ক্লিন ইমেজের লিডারশীপ গড়তে চাই।

 

শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকলীগের তিতীয় সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের বৈঠকে তিনি এ কথা বলেন। 

 

ওবায়দুল কাদের বলেন, বিতর্কিতদের দলে স্থান নেই। যাদের বিরুদ্ধে সন্ত্রাস, দুর্নীতি, মাদককের অভিযোগ রয়েছে তাদের সংগঠন থেকে বাদ দিতে হবে। 

 

স্বেচ্ছাসেবকলীগে নারী নেতৃত্ব বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, যেসব নারী সংগঠন করতে আগ্রহী তাদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করুন। 

 

১১ নভেম্বর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ১২ নভেম্বর উত্তর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন হবে কৃষিবিদ ইন্সটিটিউট, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে। 

 

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিম, স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল গুহ, সদস্য সচিব গাজী মেসবাউল হক সাচ্চু।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল