• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুর-১ আসনের সাবেক এমপি মিল্লাতের মনোনয়ন বাতিল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

এম. রশিদুজ্জামান মিল্লাত

এম. রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর-১ আসনের সাবেক সংসদ এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার জেলা রির্টানিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন বাছাই কালে মিল্লাতের মনোনয়ন বাতিল করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে দুদুকের দায়ের করা মামলার আসামী হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। 

 

উল্লেখ্য,  ২০০৭-২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন এর সময়  তার নামে বিভিন্ন দূর্নীতি মামলাসহ অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার এর মামলা দায়ের করা হয়। ঐ সময় এম রশিদুজ্জামান মিল্লাত আত্মগোপন করে থাকেন। পরবর্তীতে তিনি এই মামলার জামিন চেয়ে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। 


জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে তারা হলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ (আ.লীগ), নূর মোহাম্মদ (আ.লীগ), সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতেরর পুত্র. শাহাদৎ জামান (বিএনপি), সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম (বিএনপি), সাবেক মন্ত্রী এম এ সাত্তার (জাপা-এরশাদ), মো. জাহাঙ্গীর আলম (বাংলাদেশ জাতীয় পার্টি), মো. সুরুজ্জামান (ন্যাপ), মো. আব্দুল মজিদ (ইসলামি আন্দোলন বাংলাদেশ), সিরাজুল হক (গণফোরাম)।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল