• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

৩০০ ফিটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

রাজধানীর খিলক্ষেতে তিনশ’ ফিট সড়কে ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন মুন্সি (২০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৪ মে) রাতে আইসিসিবি ক্লাবের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে তার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত বিল্লালের বন্ধু মো. রিফাত হোসেন বলেন, কয়েজন বন্ধু মিলে ওই এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলাম। সেখানে আইসিসিবি ক্লাবের সামনে সড়ক পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় বিল্লাল। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে বিল্লালের মৃত্যু হয়। বিল্লালের বাড়ি কুমিল্লা চান্দিনা থানার বামুটিয়া মহিচাইল গ্রামে। বাবার নাম খুরশীদ আলম মুন্সি। বর্তমানে মহাখালী আমতলী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়তো বিল্লাল। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল