• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে বিপিপিএ এবং ই-জিপি বিষয়ক কর্মশালা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ মে ২০২৪  

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার দেশে একটি সম্পূর্ণ ডিজিটাইজড প্ল্যাটফর্মের মাধ্যমে টেকসই পাবলিক প্রকিউরমেন্ট ইকোসিস্টেম প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার মাধ্যমে সামগ্রিক ক্রয় ব্যবস্থাপনা কার্যকরভাবে তদারকি করার জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) গঠন করেছে। টাঙ্গাইলে অনুষ্ঠিত বিপিপিএ’র কার্যাবলী এবং ই-জিপি বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন বিপিপিএ পরিচালক (যুগ্ম সচিব) আকনুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কায়সারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি, বিপিপিএ এর উপ-পরিচালক আফরোজা পারভীন। উপস্থিত ছিলেন উপ-পরিচালক মেহের আফরোজ এবং বিসিসিপির সহকারী পরিচালক আব্দুস সালাম। কর্মশালায় উপস্থিত ছিলেন ক্রয়কারী সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিকসহ বিপুল সংখ্যক দরপত্রদাতা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল