• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে ৪ দিনপর মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩  

টাঙ্গাইলের কালিহাতীতে সড়কের পাশে ফেলে যাওযা মোটরসাইকেল ৪ দিনপর উদ্ধার করেছে পুলিশ। মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।
রোববার বিকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,গত বুধবার রাতে এলেঙ্গা ভূঞাপুর সড়কের সয়া পালিমা এলাকায় সড়কের পাশে কে বা কাহারা মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও বাজারের পাহারাদাররা মোটরসাইকেলটি উদ্ধার করে পালিমা আদিত্য মটরস্ ওয়াশিং দোকানে রেখে দেন। বাজাজ কোম্পানির পালসার প্লেট বিহীন মোটরসাইকেল।
কালিহাতী থানার ওসি কামরুল ফারুক জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। খোঁজ নিয়ে কোনো মালিক পাওয়া যায়নি।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল