• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ এক অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। শুক্রবার সকালে নগদা শিমলা ইউনিয়নের সেনের মাকুল্লা গ্রামের বৈরাণ নদীতে তার মরদেহ পাওয়া যায়। বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, স্থানীয় লোকজন নদীর ধারে কাজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাল শার্ট ও প্যান্ট পড়া লাশের বিভিন্ন অংশ ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছে। মুখে রক্ত লেগে চেহারা বিবর্ণ রুপ নিয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে তার পরিচয় খোঁজ করা হয়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল